বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উজবেকিস্থানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচ-এর নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা বলেন, পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্থানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপি ৭৫টি নিজস্ব রীগ কাজ করছে; বাংলাদেশেও একটি রয়েছে। গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখায় উপদেষ্টা। এ সময় উজবেকিস্থান নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সাথে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য যে, উজবেকিস্থানের জ্বালানি মন্ত্রী এ. সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরæল হামিদকে একটি পত্র প্রেরণ করেন এবং উজবেকিস্থান ভ্রমনের আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্থানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্থান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।
এ সময় অন্যান্যের মাঝে আখমেদজানভ ওটাবেক উলুগবেকভিচ, গবোভ ইভগিনি হাইচ, পারকাহুনকো আলেক্সান্ডার নিকোলাভিচ, মিনাজিটডিনভ কুয়াট মারাটোভিচ, দুসমুখামেদভ ইসঝিগিট ড্যানিয়েলভিচ এবং বাইসভ আলিসার কারাবেকোভিচ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি