শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

বিত্তবান নুর ই আলম চৌধুরী, শিক্ষায় এগিয়ে আব্দুস সোবাহান গোলাপ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আবুল হাসান সোহেল, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে এবার সংসদ নির্বাচনে ১৩ জন প্রার্থী অংশগ্রহন করবেন। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা মোতাবেক মাদারীপুরের সবচেয়ে বিত্তশালী প্রার্থী মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুর ই আলম চৌধুরী লিটন। অপর দিকে সবচেয়ে শিক্ষিত প্রার্থী হচ্ছেন ড. আব্দুস সোবাহান গোলাপ। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে এই তিনটি আসনে আওয়ামীলীগের প্রার্থীরা অন্যদলের প্রার্থীদের তুলনায় অপেক্ষকৃত বিত্তবান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী লিটনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা মোতাবেক স্থাবর সম্পত্তির পরিমান  এক কোটি ৬৩ লক্ষ একজাহার ১৫০ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমান ৩৪ কোটি ৪ লক্ষ ৭৯ হাজার ৮৯৮টাকা। স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ১১ কোটি ৩০ লক্ষ ৫১হাজার ৫৫১ টাকার। নবম সংসদ নির্বাচনের হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমান ছিলো ৫ লক্ষ ৮৩ হাজার ৩৭৫ টাকার। স্ত্রীর নামে ছিলো দুই লক্ষ টাকার এবং অস্থাবর সম্পত্তি ছিলো তার নামে ২৫ লক্ষ ৪ হাজার ৫৪৪ টাকার স্ত্রীর নামে ২৭ লক্ষ ২১ হাজার ৫৫৪ টাকার। তার শিক্ষগত যোগ্যতা এইচএসসি পাশ। এছাড়াও হলফনামা মোতাবেক মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দীকীর স্থাবর সম্পদের পরিমান ১২ লক্ষ ৫৩ হাজার ৩২৮ টাকার। অস্থাবর সম্পত্তির পমিান নিজর নামে ১০ লক্ষ ৫০হাজার এবং স্ত্রীর নামে ৪৯ লক্ষ ৪০ হাজার। তার শিক্ষগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএসএস। তিনিসহ মাদারীপুরে বিএনপির ৩জন প্রার্থীই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহন করছেন।

মাদারীপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শাজাহান খানের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমান প্রায় ১০ কোটি টাকা। হলফনামা মোতাবেক তিনি বিএ পাশ। এই আসনে বিএনপির মনোনিত প্রার্থী মিল্টন বৈদ্য হলফনামা মোতাবেক এইচএসসি পাশ। তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমান নিজর নামে  ১৩ লক্ষ ৬০হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ লক্ষ ৫০হাজার এই আসনে জাতীয় পার্টির কোন প্রার্থী নেই। মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী ড. আব্দুস সোবাহান গোলাপ। তিনি পিএইডি ডিগ্রিধারী। তিনিই হচ্ছেন মাদারীপুরের সর্বোচ্চো ডিগ্রিধারী প্রার্থী। হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমান ৩৪ লক্ষ ২৭ হাজার ৯৬০টাকা এবং অস্থাবর সম্পদের পরিমান ৩ কোটি ৮১ লক্ষ ৯৭ হাজার ৫৫টাকা। তার স্ত্রীর নামে রয়েছে স্থাবর সম্পাত্তি রয়েছে ৫০ লক্ষ টাকার এবং অস্থাবর সম্পত্তি রয়েছে ৮ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার ৪২১ টাকা। এই আসনে বিএনপি মনোনিত প্রার্থী আনিছুর রহমান খোকন এমএসএস ডিগ্রিধারী। হলফনামা মোতাবেক তার স্থাবর সম্পদের পরিমান দুই লক্ষ ১০হাজার ৫৭৪ এবং অস্থাবর সম্পদের পরিমান ৫২ লক্ষ ১০হাজার টাকার এবং স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ২৭ লক্ষ ৭৬ হাজার টাকার।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com