বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা চালু করেছে শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এই সেবার আওতায় সমগ্র বশ্বিে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইউএসএ ও ইউকেতে অবস্থতি স্ট্যান্ডার্ড ব্যাংকের নিজস্ব একচঞ্জে হাউজ যথাক্রমে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড এক্সচঞ্জে কোম্পানি (ইউকে) লিমিটেডসহ স্ট্যান্ডার্ড ব্যাংকরে সঙ্গে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে চুক্তিবদ্ধ যেকোনো ব্যাংক ও এক্সচেঞ্জে হাউজের মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
সম্প্রতি ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ; ইভিপি ও হেড অব আইটি সুফি তোফায়েল আহমেদ এবং বিকাশের রেমিট্যাটেন্স পার্টনারশিপ ম্যানেজমেন্ট ডিভিশনের ভিপি সাইদ শেখ ইবনে জিলানী, ইন্টারন্যাশনাল রেমিটেন্স অপারেশন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শফিউল্লাহ সৌরভসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ