বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একজন নার্সের স্বামীকে একই মেডিক্যালের একজন কর্মীচারী প্রহার করাকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছে নার্স ও কর্মচারীরা।
গতকাল বুধবার নার্সের স্বামীকে একজন কর্মচারী প্রহার করলে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে বিএসএমএমইউ’র ভিসি ড. কনক কান্তি বড়ুয়া উভয়কে ডেকে মিটমাট করে দেন। কিন্তু আজ সকালে একই ঘটনাকে কেন্দ্র করে নার্সরা কর্মবিরতি শুরু করলে কর্মচারীরাও এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করে। উভয় পক্ষ উভয় পক্ষের বিচার দাবীতে কর্মবিরতি অব্যাহত রেখেছে।
এমতাবস্থায় রোগীরা ভোগান্তিতে পড়েছে ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিগ্নিত হচ্ছে। অপ্রত্যাশিত ঘটনার মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস