বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপি’র শীর্ষ নেতারা বৈঠকে বসছেন আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটিতে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস