বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে প্রতিপক্ষের হামলায় বিএনপির দুই কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তাঁদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিডিয়া সেল জানায়, ১৬ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান খান হাসান স্কুলে প্রার্থী সিরাজুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এজেন্টদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়।
অপরদিকে, ১৮ নম্বর ওয়ার্ডে ঢাকা কলেজ কেন্দ্রে এজেন্টসহ প্রার্থীকে বের করে দেওয়া হয়। পরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যাওয়ার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই প্রার্থীর ওপর হামলা চালায়। এতে প্রার্থী জাহাঙ্গীর পাটোয়ারীসহ তিনজন আহত হন।
বাংলা৭১নিউজ/এসআর