সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, চালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২ চিকিৎসাধীন শিশু জিহাদকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় পবা-মোহনপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত সিটি টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিলো নগদ গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার কাজ করা উচিত: ফখরুল নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক এনবিআর-কাস্টমসে হয়রানি, মন্ত্রিসভায় তুলবেন নানক ডোনাল্ড লুর সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গ তোলা হবে রাতে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড পদ্মা সেতুর সমালোচকদের ভুল স্বীকার করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

বিএনপির ইফতারে ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২০ মে, ২০১৮
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করে বিএনপি।

বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিগত কয়েক বছর ধরে রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করে আসছে দলটি। দলের চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষ থেকে কূটনীতিকদের সম্মানে এ আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবার খালেদা জিয়া কারাগারে থাকায় ইফতার পার্টিতে থাকতে পারেননি।

কুটনীতিকদের মধ্যে যোগ দেন- চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, সৌদি আরবের ডেপুটি হেড অব মিশন আমের বিন ওমর বিন সালেম, তুরস্কের রাষ্ট্রদূত ওরহান, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, নরওয়ের রাষ্ট্রদূত সিউসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক অ্যাডওয়ার্ড বেইগ,  রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউর চার্জ দ্য অ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস, ফান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোল ডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট প্রমুখ।

এছাড়া মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, মালদ্বীপ, ইরান, ভিয়েতনাম, সুইজারল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে একই টেবিলে ইফতার করেন।

চীনের প্রতিনিধির সঙ্গে একই টেবিলে ইফতার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উপদেষ্টা রিয়াজ রহমান ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন কানাডার প্রতিনিধির সঙ্গে একই টেবিলে ইফতার করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, মুসফিকুর রহমান, ইসমাঈল জবিউল্লাহ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মাসুদ আহম্মেদ তালুকদার,  ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com