শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সেলিমা রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড হলো হামলায় ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ ‘সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে’ বিএনপির নাম করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী ১০০ টাকার ওপরে সবজির কেজি, কাঁচামরিচ ৪০০ জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় নেত্রকোনায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১০ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত, বাংলাদেশের প্রতিবাদ পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ২০ শ্রমিক নিহত মধুমতির ভাঙনের ঝুঁকিতে স্কুল-মাদরাসা-মসজিদ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭ বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে : হাছান মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

‘আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। নির্বাচন বর্জনের পর তারা হতাশায় এমন পর্যায়ে পৌঁছেছে যেন অদৃশ্য শক্তির উপর বিশ্বাস শুরু করেছে।’   

রোববার (১২ মে) বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ চার বার জনবান্ধব নির্বাচনে সরকার গঠন করেছে। শেখ হাসিনা দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে। অথচ বিএনপি ঘনঘন বিদেশিদের দুয়ারে যাচ্ছে। কখন যে তারা তাবিজ-দোয়ার উপর ভর করে সেটাই দেখার বিষয়। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে পরপর চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চিঠি লিখেছেন। তাদের সম্পর্কে আরও উচ্চতর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ আসছেন।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি, মাদকসহ নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে।’ 

মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যসহ পাঁচ শতাধিক নাগরিক আমাদের দেশে আশ্রয় নিয়েছিল। আমরা দেশটির সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ফেরত পাঠিয়েছি। নতুন করে আরও ১৩৮ জন এদেশে আশ্রয় নেয়। সেখানে একজন মিয়ানমার সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল, দুইজন মেজরও রয়েছে। ঠিক একই প্রক্রিয়ায় তাদেরও ফেরত পাঠানো হবে।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে অবস্থান করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন স্থায়ী কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন, নাহিম রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দুই দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (১১ মে) সন্ধ্যা ৬টায় বিমানযোগে কক্সবাজার আসেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com