বিএনপি অহেতুক কথা বলে মানুষের শান্তি নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ব্রিটিশ বেনিয়া নয়, একদফা দিয়ে আমাদের তাড়িয়ে দেবেন। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো। বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের সময়কালে হয় নি।’
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমকে