বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান মো. আব্দুর রাজ্জাক ও মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার।
আজ (মঙ্গলবার) তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের কার্যকাল ৩ বছর বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন নুরুল আমিন কমিশন। এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগসহ ৪ দফা দাবিতে ১৪ আগস্ট থেকে আন্দোলন শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন চেয়ারম্যান মো. নুরুল আমিন। অন্য সদস্যরা পদত্যাগ না করায় ২০ আগস্ট থেকে কমিশনের মূল ফটক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কয়েকদিন অফিসে অনুপস্থিত থেকে ২৮ আগস্ট পদত্যাগ করেন সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান।
২০২৩ সালের মার্চে ৩ বছরের জন্য নরুল আমিন কমিশন গঠন করা হয়। এরপর সদস্য বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম নিয়োগের জন্য ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। অতীতে আমলারা নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করলেও এবার বিশেষজ্ঞ প্যানেল গঠন করে দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।
বাংলা৭১নিউজ/এসএইচ