বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে বিআরটিসি’র বাসে ও ট্রাকে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালুকরণের লক্ষ্যে ডাচ্ বাংলা ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব। সভায় উপস্থিত ছিলেন বিআরটিসি ও ডাচ্ বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিচালক (অর্থ ও হিসাব), বিআরটিসি ড. অনুপম সাহা বলেন ‘এই চুক্তির মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিসি আরও একধাপ এগিয়ে গেলো’।
পরিচালক (কারিগরি ও অপারেশন), বিআরটিসি কর্নেল মো. জাহিদ হোসেন বলেন,‘আজ বিআরটিসি’র সফলতায় আরো একটি পালক যুক্ত হলো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিসি যে অগ্রণী ভূমিকা পালন করছে এটি তারই প্রমাণ’।
অনুষ্ঠানে সভাপতি, চেয়ারম্যান, বিআরটিসি তাঁর বক্তব্যের প্রথমেই,‘বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিব এ বি এম আমিনুল্লাহ নুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই চুক্তির ফলে বিআরটিসির বাস ও ট্রাকগুলো দ্রুত যাত্রী ও পণ্য পরিবহনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাঁর বক্তব্যে এ ও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল উদ্দেশ্য হলো, সময় বাঁচানো, দুর্নীতি রোধ করা, ক্যাশলেস ও ঝুঁকিমুক্ত লেনদেন চালু। এ ক্ষেত্রে বিআরটিসি অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিআরটিসির প্রতিমাসে ২০ লাখ টাকা সঞ্চয় হবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি তার বক্তব্য শেষ করেন’।
বাংলা৭১নিউজ/এসএইচবি