বাংলা৭১নিউজ,ডেস্ক: নির্বাচনী উত্তাপ ভারতজুড়ে। ঠিক এ সময়ে এখানে ওখানে অকস্মাৎ মিলছে রুপি। এই তো অরুণাচল প্রদেশে একটি গেস্ট হাউসে রাখা দুটি গাড়ি থেকে উদ্ধার করা হলো এক কোটি ৮০ লাখ রুপি। সে আলোচনা শেষ না হতেই অন্ধ্র প্রদেশে একটি বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৫ কোটি রুপিরও বেশি। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে রাজম মন্ডল এলাকার জেন্দালাদিব্বা গ্রামে একটি বাস থেকে উদ্ধার করা হলো ৫ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৯০০ রুপি। শ্রিকাকুলাম জেলা পুলিশ এই অর্থ জব্দ করেছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
শ্রিকাকুলামের এসপি নবদীপ সিং বলেছেন, এপিএসআরটির একটি বাসে করে ওই অর্থ নেয়া হচ্ছিল বিশাখাপত্তম থেকে পালাকোন্দায়।
তিনটি ছালায় ভরা ছিল ওই অর্থ। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমানের ওই রুপি পাওয়া যায়। তিনি আরো বলেন, এ সময় ওই গাড়িতে থাকা যাত্রী, চালক ও কন্ডাক্টর সহ মোট ২৫ জনকে আটক করা হয়েছে। তবে তাদের কেউই এই অর্থের মালিকানা দাবি করছে না।
এসপি বলেছেন, ভারতীয় দ-বিধির ১০২ ধারা অনুযায়ী এ বিষয়ে মামলা হয়েছে। জব্দ করা অর্থ তুলে দেয়া হবে আইটি বিভাগের হাতে। ওই বাসের যাত্রীদের মধ্যে ছিলেন ওয়াইএসআরসি পার্টির নেতা পালাভালাসা বিক্রান্ত। তাকেও জিজ্ঞসাবাদ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসকে