শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক আরোহী নিহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী ঈগল পরিবহন বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই জন যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন, মঠবাড়িয়ার দেবীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার(৬৫), একই গ্রামের ইউনুস মোল্লার ছেলে ইজিবাইক চালক মো. বেলায়েত হোসেন (৪০) ও অজ্ঞাত এক যাত্রী (২৭)।

এ সময় নিহত মুক্তিযোদ্ধার ছেলে গোলাম হোসেন বাচ্চু(৩৬) ও সাইফুল ইসলাম(৩৪) নামে আরও দুইজন ইজিবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক পরিবহন বাসের চালক ও হেলপার দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ও গ্রামবাসীরা ঘটনাস্থল হতে আরেকজন অজ্ঞাত ইজিবাইক আরোহীর লাশ উদ্ধার করে। বাকি আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঈগল পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪৭৩-২২) বাসটি আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মঠবাড়িয়া-চরখালী মহাসড়কের মুসল্লীবাড়ি নাম স্থানে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় পাঁচজন আরোহী নিয়ে ইজিবাইকটি সড়কের পার্শ্ববর্তী ডোবায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন।

গ্রামবাসি ছুটে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল হতে পুলিশ নিহত একজনের লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইজিবাইক আরোহী প্রবীণ মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার ও ইজিবাইক চালক বেলায়েত হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা ঘটিয়ে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল হতে অজ্ঞাত এক ইজিবাইক আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় উদঘাটন করা যায়নি।

অপর আহত দুই যাত্রী হাসপাতালে মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত পরিবারের স্বজনদের পক্ষ হতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএম

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com