বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
পাবনা সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউনের সামনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সুজানগরের রামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১), চাটমোহরের মহেলা অঞ্চলের মঞ্জু মাস্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)।
দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে ‘রাব্বি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরদীর দিকে যাওয়া একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হন।
তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসে ঈশ্বরদীর রূপপুর ও পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন তারা।পুলিশ জানিয়েছে, নিহতের উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। নিহত দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ