রাজধানীর ডেমরার বিশ্বরোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা দুজনেই নারায়ণগঞ্জ আদমজী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থী শান্তর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু তাওহীদ জানান, রাতে আরাফাত ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেলে করে ডেমরা বিশ্বরোড এলাকায় ঘুরতে বেরিয়েছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে আমরা খবর পেয়ে তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, আরাফাত আর বেঁচে নেই। অপর বন্ধু শান্তকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তবে কোন বাসে সঙ্গে সংঘর্ষ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাতের দিকে ওই দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাদের মধ্যে আরাফাত নামের একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ