জয়পুরহাটের আক্কেলপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আক্কেলপুর-বগুড়া সড়কে বগুড়াগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় অন্তত ২৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আমির আলী বলেন, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ