বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

বাল্যবিয়ে : যৌতুক নির্যাতন হত্যা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে সাথী আক্তার (১৩) নামে এক বালিকাবধূকে যৌতুকের দাবিতে অকথ্য নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চরমছলন্দ কাঁচারী পাড়া গ্রামে। এ ঘটনায় রাতেই নিহতের পিতা বাদী হয়ে স্বামী, শাশুড়ি, দেবর, ননদসহ ছয়জনকে আসামি করে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নাসিমা খাতুন নামে একজনকে আটক করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে, চরমছলন্দ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারের প্রায় ছয় মাস পূর্বে রাওনা ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামের চানু মিয়ার ছেলে শারফুল ইসলামের (৩৫) সাথে বিয়ে হয়। বিয়ের সময় সাথী আক্তারকে দুই ভরি স্বর্ণালংকার প্রদান করে তার বাবা-মা। শারফুল ইসলাম পূর্ব থেকেই মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকে সংসারের কাজ-কর্ম ও বাবার বাড়ি থেকে দুই লাখ টকা যৌতুক এনে দেওয়ার জন্য সাথীকে শারফুলসহ তার মা-বোনেরা মিলে নির্যাতন করত। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে সাথীর বাবা আব্দুল লতিফ ধার-দেনা করে কিছুদিন পূর্বে শারফুলকে এক লাখ টাকা দেন। কিন্তু কিন্তু দাবিকৃত বাকি এক লাখ টাকার জন্য সাথীর ওপর নির্যাতন অব্যাহত থাকে। দুই দিন পূর্বেও মেয়েটিকে শারীরিকভাবে অকথ্য নির্যাতন করা হয়। এতে সাথী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সকালে শারফুল গোপনে সাথীকে ময়মনসিংহে চিকিৎসা করাতে নিয়ে যায়। কিন্তু দুপুরের দিকে সাথীকে নিয়ে শারফুল শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী চরমছলন্দ কাঁচারী পাড়া গ্রামে তার ভগ্নিপতি কবিরের বাড়িতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ভগ্নিপতি কবিরের বাড়িতে শারফুল ও তার স্বজনরা এক লাখ টাকার জন্য পুনরায় সাথীর ওপর শারীরিক নির্যাতন চালানোর সময় সে মারা যায়। এ সময় শারফুলসহ ভগ্নিপতি কবিরের বাড়ির লোকজন পালিয়ে যায়।

মৃত্যুর খবর প্রতিবেশীদের মাধ্যমে সাথীর বাবার বাড়ির লোকজন জানতে পেরে ছুটে আসেন এবং গফরগাঁও থানায় খবর দেন। সন্ধায় পুলিশ কবিরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। সাথীর মৃতদেহে নির্যাতনের অসংখ্য চিহ্ন রয়েছে। এ সময় সাথীর মা রাহানা আক্তারসহ স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শারফুলের বোন নাসিমা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার রাত ১২টার দিকে নিহতের পিতা আব্দুল লতিফ বাদী হয়ে স্বামী শারফুল, শাশুড়ি, দেবর, ননদ-ননাসসহ ছয়জনকে আসামি করে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বাল্যবিয়ের নেতিবাচক পরিণতি হলো এই করুণ ঘটনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমি নিজে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এইচ.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com