বরগুনার বামনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তথ্য সংগ্রহ করতে আসার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরগুনার এনএসআই সদস্য জয় দে (২৭) নিহত হয়েছেন।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বামনা-পাথরঘাটা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী এনএসআই সদস্য মো. মেহেদী হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনএসআই সদস্য জয় দে মোটরসাইকেল চালিয়ে বামনায় যাচ্ছিলেন।
এ সময় বরগুনা থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে তার মোরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তৃব্যরত চিকিৎসক জয় দেকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এনএসআই সদস্য জয় দের এমন সড়ক দুর্ঘটনার খবর শুনে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারসহ সকল নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, তরুণ এবং একজন সৎ এনএসআই সদস্য ছিলেন জয় দে। তিনি আমাদের যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহ করতে এসে প্রাণ হারিয়েছেন।
আমরা তার আত্মার শান্তি কামনা করছি।বামনা থানার ওসি মো. মাইনুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতক ট্রাকচালক পালিয়েছে। চালককে আটকের জন্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ