বাংলা৭১নিউজ,(বরগুনা)প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নে জাকিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাকিয়ার স্বামী মো.আবু সালেহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে দক্ষিন কাকচিড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে উত্তর গুদিঘাটা গ্রামের রতন হাওলাদারের ছেলে আবু সালেহের সাথে বিয়ে হয় জাকিয়া আক্তারের। পাশের দক্ষিন কাকচিড়া গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে জাকিয়া। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার কারণে জাকিয়া বিয়ের পরও বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ তৈরী হয়। বুধবার সালেহ শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শুরু হয় কথা কাটাকাটি। ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে হাতের কাছে পাওয়া ধারালো অস্ত্র দিয়ে সালেহ এলোপাথাড়ি কোপাতে থাকেন স্ত্রী জাকিয়াকে। এরপর পালিয়ে যান সালেহ। ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়।
বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। সন্ধ্যায় উত্তরকাকচিড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সালেহকে।
বাংলা৭১নিউজ/জেডএ