বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীপু মনির ১৬ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন জাতিসংঘের প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে মোটরযান গতিসীমা থাকলেও বাস্তবায়নের অভাবে মিলছে না সুফল ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি বিসিএসে চূড়ান্ত নিয়োগে বাদ পড়া ঠেকাতে হচ্ছে আইন বিকাশ-এর ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু আ.লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থী-গবেষকদের চিঠি নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৩৫ আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির সঙ্গে বৈঠক সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান এইচআরডব্লিউর হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২ কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

বাফুফে সভাপতির অনুরোধেও অনড় সাবিনারা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের নারী ফুটবলে কোচ-খেলোয়াড় দ্বন্দ্বের সংকট কাটছেই না। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল রয়েছেন ১৮ ফুটবলার। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধ সত্ত্বেও তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। 

বাফুফে সভাপতি তাবিথ প্রায় এক মাস পর গত বুধবার দেশে ফিরেছেন। এর পর থেকেই নারী ফুটবলের সংকট উত্তরণে কাজ শুরু করেন তিনি। তাবিথ নারী ফুটবলারদের সঙ্গে সংকট সমাধানে আলোচনা করেন। খেলোয়াড়দের অভাব-অভিযোগ সব শুনে খেলোয়াড়দের সম্মান-মর্যাদা নিশ্চিতের পরেও, পিটারের অধীনেই আজ (শনিবার) থেকে অনুশীলন করার নির্দেশনাও দিয়েছিলেন ফেডারেশনের নতুন সভাপতি। বাফুফে কর্মকর্তাদের মারফতে এমনটাই জানা গেছে।

গতকাল (শুক্রবার) বাংলাদেশ নারী দলের অনুশীলন ছিল না। বাফুফে কর্তাদের অনুমান ছিল– সভাপতির আশ্বাস ও নির্দেশনায় শুক্রবার ১৮ জন ফুটবলারের মধ্যে অন্তত কয়েকজন আজকের অনুশীলনে যাবেন। সাবিনাদের একাত্মতা তাদের অনুমানকে ভুল প্রমাণ করেছে। সভাপতির অনুরোধও ফুটবলারদের অবস্থান টলাতে পারেনি। পিটার বাটলারকে বয়কট করা ১৮ জনের একজনও অনুশীলনে যাননি। সিনিয়র দলে থাকা অবশিষ্ট ১২ জন এবং অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে আজও অনুশীলন করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। 

আজকের অনুশীলনের উপস্থিতির ওপর ফেডারেশন একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছিল। ১৮ জনই অনড় থাকায় এখন বাফুফের জন্য সিদ্ধান্ত নেওয়াও অনেকটা কঠিন। আন্দোলনের নেতৃত্বে থাকা ৪-৫ জন শাস্তি পেলে বাকিরাও পিটারের অধীনে অনুশীলন করবেন না, তারাও ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আগেই। এই ১৮ জনের মধ্যে ১৬ জন অক্টোবর সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। বাফুফে পিটারের পক্ষে থাকলে এবং ১৮ ফুটবলার বর্জন করলে নারী ফুটবল দল বড় সংকটের মধ্যে পড়বে। 

১৮ জন নারী ফুটবলার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর ২৯ জানুয়ারি একটি চিঠি দিয়েছিলেন কোচকে অভিযুক্ত করে। ৩০ জানুয়ারি তারা গণমাধ্যমে বিষয়টি উত্থাপন করেন। এর ঘণ্টা খানেক পরই বাফুফে সাত সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার সভাপতি বরাবর প্রতিবেদন দাখিল করেছিল সেই কমিটি।

যেখানে খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গই বড় অংশ হিসেবে আছে। কোচও খেলোয়াড়দের সমান শৃঙ্খলা ভেঙেছেন। বয়স-অভিজ্ঞতা ও পেশাদারিত্ব বিবেচনায় সেটা আরও গুরুতর হলেও বাফুফের কাছে যেন লঘু। খেলোয়াড়-কোচ কোনো পক্ষের ওপরই নিয়ন্ত্রণ নেই নারী উইংয়ের। নারী উইংয়ের ব্যর্থতায় মূলত এই সংকট ঘনীভূত হয়। সেই নারী উইং নিয়ে প্রতিবেদনে নেই শাস্তিমূলক কোনো সুপারিশও।

খেলোয়াড়-কোচ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালে। কোচ ‘সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না’ বলে মনিকা চাকমা পাকিস্তান ম্যাচ ড্রয়ের পর মন্তব্য করেছিলেন। এরপর অভিজ্ঞ ও পেশাদার কোচ হয়েও বাটলার ‘ইংল্যান্ডে হলে এই খেলোয়াড়দের বহিষ্কার করতেন’ বলে ছোঁড়েন পাল্টা মন্তব্য।

দলকে ইন্ধন দেওয়ার জন্য সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের দিকেও ইঙ্গিত দেন এই কোচ। এত সংকটের মধ্যেও সিনিয়র ফুটবলাররা মাঠে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের অভিযোগ সমাধানের আগেই বাফুফে সেই পিটারকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ায় তৈরি হয় এই সংকট।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com