সংগীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত বাপ্পি লাহিড়ি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাত্র ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান। কেবল দেশ নয় বিদেশেও সমান ভাবে প্রসিদ্ধ ছিলেন ‘ডিসকো কিং’। তাঁর গানের গুনমুগ্ধ ভক্ত ছিলেন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন।
সোনার প্রতি বাপ্পি লাহিড়ির ভালবাসা ছিল সকলেই জানেন। বাপ্পি লাহিড়ি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর সোনার গণেশের লকেট হার পছন্দ হয়েছিল ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসনেরও। সেই ঘটনার কথা বলতে গিয়ে বাপ্পি লাহিড়ি জানান, সালটা ১৯৯৬। ভারতে এসেছিলেন মাইকেল জ্যাকসন। তখন পপস্টারের সঙ্গে বাপি লাহিড়ির দেখা হয়। তাঁকে ডাকেন জ্যাকসন এবং তাঁর সোনার গণেশ লকেটের হারের প্রশংসা করেন তিনি।
এরপর তাঁর নাম জিজ্ঞাস করেন মাইকেল জ্যাকসন। বাপ্পি লাহিড়ির নাম শুনে পপ সম্রাট প্রশ্ন করেন, “আপনি কি সংগীত পরিচালক?” বাপ্পি লাহিড়ি বলেন, “হ্যাঁ, আমি ‘ডিসকো ডান্সার’ ছবির গান তৈরি করেছি।” পাল্টা উত্তরে ‘পপ সম্রাট’ বলেন, “তোমার ‘জিমি জমি’ গানটা আমার খুব ভাল লাগে। খুব পছন্দ।”
১৯৮২ সালে ‘ডিসকো ডান্সার’ ছবির সংগীত পরিচালনা করেন বাপ্পি লাহিড়ি। মিঠুন চক্রবর্তী অভিনিত সেই ছবিরই গান ‘জিমি জমি’। অল্প সময়ের মধ্যে দেশ তথা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর এই গান। মধ্য ও দক্ষিণ এশিয়া, পূর্ব ও পশ্চিম আফ্রিকা, মধ্য-প্রাচ্য, পূর্ব এশিয়ায় ‘জিমি জমি’ মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। রাশিয়াতেও ব্যাপক ভাবে প্রসিদ্ধি লাভ করে ‘জিমি জমি’।
বাংলা৭১নিউজ/সূত্র: জি২৪ঘন্টা