বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে মংমং থোয়াই মার্মা নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার দুপুর ২টার দিকে মংমং থোয়াই মোটরসাইকেল চালিয়ে ইউনিয়নের সাপমারা ঝিড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় দুপুর ১২টার দিকে নজরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
বাংলা৭১নিউজ/এসআর