বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ছয়জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় বান্দরবান সদর থানায় এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলার সেক্রেটারি উবামং মারমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলার সেক্রেটারি উবামং মারমা বাদী হয়ে ১০ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জন মিলে ২০ জনের নামে এ মামলা দায়ের করেন। ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে আজ সন্ধ্যায় ছয়জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই