বান্দরবানের থানচিতে জীবননগরে পর্যটকবাহী একটি গাড়ি পাহাড়ের খাদে পড়ে পর্যটকের মৃত্যু বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
আহত পর্যটক মো. ওয়াহিদ ও আবদুল মালেকের তথ্যমতে, হতাহতরা সবাই ঢাকার বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।
নিহতরা হলেন—বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী মঞ্জুর আলম, হামিদুল ইসলাম ও মো. জয়নাল।
আহত অন্যান্যরা হলেন—বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী মিলন, মঞ্জুর, রাজিব ও চালক ফারুক।
আহত পর্যটক মো. ওয়াহিদ ও আবদুল মালেক বলেন, ‘ঢাকা থেকে সহকর্মী একজনের ভাড়া গাড়িতে করে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে আমরা চালকসহ নয় জন ছিলাম।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে একজন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
গাড়িতে থাকা আরও ছয় জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিল।
বাংলা৭১নিউজ/এসএইচ