বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এলাকাবসির পিটুনিতে নিহত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় খুলনার একদল চিকিৎসক জিউধরা ফরেষ্ট ক্যাম্পে ময়না তদন্ত করেন। এদিকে এই বাঘ হত্যার কারণ ও করণীয় আবিষ্কারের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খুলনা থেকে আসা চিকিৎসক দল জিউধরা ফরেষ্ট ক্যাম্পে নিহত বাঘটির ময়না তদন্তের কাজ সম্পন্ন করেছেন। এ বিষয়ে পূর্বসুন্দরবনের সহকারী বনকর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কি.মি. লোকালয়ে গুলিশাখালী গ্রামে বাঘটিকে হত্যা করা হয়। ঘটনার সময় বাঘটি পর্যায়ক্রমে মাসুম দলাল ও হাইয়ুম দলাল নামে দুই যুবককে আক্রমন করে। এসময় এলাকাবাসি আক্রন্ত দুই যুবককে উদ্ধারের জন্য লাঠিসোটা নিয়ে এটিকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)’র কর্মীরা নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বেলা ৯টার দিকে বনবিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যান।
বাংলা৭১নিউজ/জেএস