বাংলা৭১নিউজ,ডেস্ক: চট্টগ্রামের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে বাঘ আতঙ্ক বিরাজ করছে। ফুলকুচি ও পাশের রসকাটি গ্রামে ঘুরে বেড়াচ্ছে দুটি মেছো বাঘ। শনিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে বাঘ দুটিকে দেখতে পায় এলাকাবাসী। ওইদিন রাতে বাড়ির পাশে ধনঞ্চে খেতে বাঘ দুটি দেখে উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয়রা।
রাতেই লৌহজং থানাকে বাঘ আতঙ্কিত এলাকায় পুলিশ মোতায়েনের জন্য নির্দেশ দেয়া হয়। রাতভর এলাকায় পাহারা দেয় পুলিশ।
এলাকাবাসীদের সতর্ক থাকতে রাতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। মাইকে বলা হয়, এলাকায় বাঘ দেখা গেছে, রাতের অন্ধকারে কেউ একা বের হবেন না। দলবদ্ধভাবে রাস্তায় বের হওয়ার নির্দেশ দেয়া হয় জনগণকে।
ফুলকুচি গ্রামের এক বাসিন্দা বলেন, সকালেও ফুলকুচি গ্রামের কবরস্থানের সামনে একটি ধনঞ্চে খেতে বাঘ দুটিকে অনেকে দেখতে পেয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে। এলাকার ছোট ছোট বাজার ও দোকানপাটে লোকের সমাগম অন্যান্য দিনের চেয়ে কম দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা রবিউল বলেন, শনিবার রাতে এলাকায় দুটি বড় মেছো বাঘ দেখা যাওয়ায় আমরা এলাকাবাসীরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি।
লোকালয়ে বাঘের উপস্থিতির কথা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোরাদ আলী। তারাও বাঘ দুটিকে এলাকায় বিভিন্ন ঝোঁপ-জঙ্গলে ঘুরাফেরা করতে দেখেছেন।
ইউএনও কাবিরুল ইসলাম খান জানান, বাঘ দুটিকে ধরতে বন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এসে বাঘ দুটি ধরবেন। তিনি আরও বলেন, মেছো বাঘ দুটি হিংস্র নয়, তার কারণ ২৪ ঘণ্টা পার হলেও তারা কোনো মানুষকে ক্ষতি করেনি।
বাংলা৭১নিউজ/পিআর