বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে রুদ্র মুহাম্মদ শহিদুল্লা সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ শেখ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে বাড়ী থেকে স্কুলে যাবার পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা মিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ শেখ মিঠাখালী গ্রামের মুকুল শেখের একমাত্র সন্তান।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শিশুটিকে চাপা দিয়ে ইজিবাইকটি পালিয়ে গেছে। ইজিবাইকটি শনাক্তের পর পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ