বাংলা৭১নিউজ, মনিরুল ইসলাম দুলু, মংলা প্রতিনিধি: বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১২টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার তুষার কুমার পালের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া ও উপস্থিত ছিলেন। বিএনপি’র প্রার্থী ড. ফরিদের এ মনোননয়নপত্র জমাকালে তার সাথে ছিলেন মংলা পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ খলিুলর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম, রামপাল উপজেলা বিএনপির সহ-সভপতি শেখ শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন আখতার ও হুড়কা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল হাওলাদার। এদিকে ঐক্যজোটের ব্যানারে বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ । সহকারী রিটানিং অফিসা ও মংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলামের কাছে এই মনোনয়ন পত্রটি জমা দেন । এসময় উপস্থিত ছিলেন মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক কহিনুর সরদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোঃ মোকলেছেুর রহমান, পৌর জামায়াতের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ হোসেনসহ ঐক্যজোটের নেতা কর্মীরা ।
বাংলা৭১নিউজ/জেএস