বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীা বাউফল পৌর শহরের ৩ নং ওয়ার্ডে ধান কাটার সময় বেশ কিছু লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।
শুক্রবার বেলা ১১ টার দিকে ওই অস্ত্র উদ্ধার করা হলেও এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল পৌর শহরের মৃত্যু করিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম বাবুল(৪০) দাদির আট একর জমি দীর্ঘদিন পর্যন্ত ভোগ দখল করে আসছিল।
ওই জমির মালিকানা দাবি করে একই এলাকার জালাল চৌকিদার(৫৮) মামলা দায়ের করলে উভয়ের মধ্যে বেশ কয়েক বছর পর্যন্ত মামলা চলে আসছে। ঘটনার দিন শুক্রবার সকালে জালাল চৌকিদারের নেতৃত্বে চান মিয়া, রাজিব, সাইফুল ও আল আমিনসহ প্রায় দুই শতাধিক লোক ওই জমির ধান কাটতে যায়। এখবর পেয়ে রফিকুল ইসলাম বাউফল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানকাটা বন্ধ করে দেন এবং এক পর্যায়ে ধানক্ষেতের পাশ থেকে দুটি বড় ছোড়া, একটি রাম দা ও একটি দেশীয় দা সহ অনেকগুলো বাঁশের লাঠি উদ্ধার করে। কে বা কাহারা ওই ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ধানক্ষেতে রেখেছে পুলিশ তার হদিস করতে না পেরে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং কর্তনকৃত ধান স্থানীয় কমিশনারের জিম্মায় রেখে দেয়া হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মোস্তাফিজুর রহমান জানান, জমি নিয়ে উভয় পক্ষের মামলা চলমান। শান্তি-শৃংখলা বজায় রাখতে ধানকাটা বন্ধ রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস