বাংলা৭১নিউজ, ঢাকা: গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে র্যাব।
এই চারজনের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে পলাতক দেখানো হয়েছে। মামলার অন্য আসামি ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম সোমবার রাতে জানান, র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা করেন। সন্ধ্যার পর র্যাব গ্রেপ্তারকৃত তিনজনকে থানায় হস্তান্তর করে।
এদিকে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার কথা এর আগে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
তবে কী কারণে সরকার এ পদক্ষেপ নিয়েছে- সে বিষয়ে সরকারি ভাষ্যে কিছু বলা হয়নি।
‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়েছিল, যা গুজব ছিল বলে বাংলামেইল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।
এরপর র্যাব-৩ এর একটি দল রোববার রাত ১১টার দিকে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে সাহাদাত, মাকসুদুল ও প্রান্ত পলাশকে নিয়ে যায়।
র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বলেন, “গুজব ছড়ানোর অভিযোগে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাংলামেইলের একজন প্রতিবেদক জানান, ওই প্রতিবেদন আসার পর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা সংবাদটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু বাংলামেইলের ঊর্ধ্বতনরা তা করেননি।
এদিকে সোমবার রাতে বাংলামেইলের ওয়্সোইটটি বন্ধ পাওয়া যায়। বাংলামেইল২৪ ডটকম বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের সহযোগী অনলাইন পোর্টাল।
বিএনপি ছেড়ে নবম সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত এই ব্যবসায়ী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি।
বাংলা৭১নিউজ/এস