রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল-বিল ভরাটের ফলেই নোয়াখালীর বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪ আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

বাংলাদেশের লক্ষ্য ৩১৬ রান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার ‘অসম্ভব’ সমীকরণের পিছু ছুটতে হলে পাকিস্তানকে আগে ব্যাট করতে হবে। টস হেরে পরে ব্যাটিং পেলে ওই অসম্ভব সমীকরণ থেকেও পাকিস্তান ছিটকে পড়বে মাঠে নামার আগেই। ভাগ্য কিন্তু মাঠের নামার আগেই সরফরাজ আহমেদের সহায়। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পেরেছেন পাকিস্তান অধিনায়ক। অর্থাৎ শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

৪০০-৫০০-৬০০ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মেহেদী হাসান মিরাজের সৃষ্ট চাপে থমকে গিয়েছিল পাকিস্তান। সে চাপে ৩১ বলে মাত্র ১৩ রান করে সাইফউদ্দিনের বলে ফিরে গেছেন ফখর। ২৩ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এরপর ভালো গতিতেই রান তুলছে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১৫ রান করেছে পাকিস্তান। ৯৬ রান করেছেন বাবর, ১০০ রান করেছেন ইমাম উল হক।

পাকিস্তানের এমন অবস্থানের পেছনে বাংলাদেশের অবদানও আছে। বিশ্বকাপে সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই, এ ম্যাচ থেকে পাওয়ারও তেমন কিছু নেই বাংলাদেশের। এ কারণেই হয়তো শরীরী ভাষায় এর প্রভাব পড়ছে। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ কয়েকবার বাজে দৃষ্টান্ত রেখেছেন ফিল্ডাররা। ২৬তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন বাবর আজম।

হোম অব ক্রিকেট লর্ডসে শেষ হাসি হাসতে পারবে বাংলাদেশ? ছবি: শামসুল হক

৫৭ রানে থাকা আজমকে নতুন জীবন দিয়েছেন মোসাদ্দেক। পরের ওভার করতে এসেছিলেন ওই মোসাদ্দেক। এবার তাঁর বলে ক্যাচ ফেললেন মুশফিকুর রহিম। বাবরের রান তখন ৬৫। পরে সাইফউদ্দিনের বলে এলবিডব্লু  হয়েছেন বাবর। 

এমনিতে অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। একটা উদাহরণেই তা বুঝিয়ে দেওয়া যায়। ধরুন, আগে ব্যাটিং করে ৪০০ রান তুলল পাকিস্তান। সে ক্ষেত্রে সরফরাজ আহমেদের দলকে জিততে হবে ন্যূনতম ৩১৬ রানের ব্যবধানে। যেখানে ওয়ানডে ইতিহাসেই ২৯০ রানের বেশি ব্যবধানে জয়ের নজির নেই।

দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। রুবেল হোসেন ও সাব্বির রহমান খেলছেন না।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com