শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু: দীপু মনি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সংসদ প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,বাংলাদেশের পরাষ্ট্র নীতির যতগুলো চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। আমাদের ফরেন পলিসিতে (কূটনৈতিক) যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা ইস্যু।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মায়ানমার সংক্রান্ত বিষয়ে যে পদক্ষেপ নেবে আমাদের কমিটির পক্ষ থেকে তার সমর্থন করি।ঠেঙ্গার চর এ রোহিঙ্গা পুর্নবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ওই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তাই ওই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পরবর্তী বৈঠকে হয়তো আলোচনা হতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের কমিটি কক্ষের সামনে দীপু মনি সাংবাদিকদের এসব কথা জানান।

দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডাঃ দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মোঃ সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিনসহবৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল হকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, আমরা আমাদের প্রতিবেশির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। একই সঙ্গে মায়ানমারের যে নিশংস ঘঠনা ঘটছে সেটিকে মানবিক সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ও ওআইসি যে প্রতিক্রিয়া আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে অবহিত করেছে, আমরা তা সমর্থন করি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই আগামি বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মায়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয়।

যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে বৈঠকে তাদের মিয়ানমার কর্তৃক ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদেরকেও ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেয়া হয়।

বাংলা৭১নিউজ/এএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com