শুক্রবার, ৩১ মে ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেতনভোগী কর্মকর্তা-কর্মচারী কীভাবে শত কোটি টাকার মালিক অটোরিকশা উল্টে প্রাণ গেল ইমামের ২৯২ হজযাত্রীর ভিসা না হওয়ায় ৯ এজেন্সিকে শোকজ নিয়োগে দুর্নীতি : ভিকারুননিসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ডের সমন্বয় বৃদ্ধির জন্য ডেটাবেইজ হচ্ছে কৃষি পণ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমাতে বললেন প্রতিমন্ত্রী আরও ৬টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের লেনদেন সহজ হলো বিকাশ-এ সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ আইন প্রণয়নের আহ্বান কলকাতা থেকে ফিরে যা বললেন ডিবিপ্রধান হারুন রেমা‌লে ক্ষয়ক্ষতি : শেখ হাসিনাকে জাপা‌নের প্রধানমন্ত্রীর চিঠি ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন আর নেই সোমালি জলদস্যুদের প্রতিরোধে কিছুই করার নেই আইএমওর নীলফামারীতে ঝড়ে বিধ্বস্ত ৩০০ ঘরবাড়ি নারায়ণগঞ্জে অপহরণ করে শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর পুঁজিবাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে : সালমান এফ রহমান কাশ্মীরে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা ফলমূলে ফরমালিন বিক্রিয়া করে না : বিএফএসএ ১৯ লাখ সরকারি পদে খালি পৌনে ৪ লাখ শনিবার ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মার্কিন কংগ্রেস কমিটির উদ্বেগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১০৪ বার পড়া হয়েছে

*মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিজ্ঞপ্তি
*মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি প্রতিনিধি পরিষদের সদস্যদের
*চিঠিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে
*বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ‘সময়োচিত সাড়া’র আহ্বান

বাংলা৭১নিউজ,ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ইলিয়ট অ্যাঙ্গেল এবং এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির কয়েকজন প্রভাবশালী সদস্য বাংলাদেশের গণতন্ত্রের হুমকি দূর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে লেখা চিঠিতে প্রতিনিধি পরিষদের সদস্যরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি, ভোটারদের ভোটদানের বিষয়ে প্রতিবেদনগুলো সামনে এনে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ব্যবস্থা নিতে বলেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওয়েবসাইটে প্রচারিত পররাষ্ট্রবিষয়ক কমিটি এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ছয় আইনপ্রণেতার ওই দল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে একটি চিঠি লেখে। দলের নেতৃত্বে রয়েছেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি ইলিয়ট অ্যাঙ্গেল। চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ‘সময়োচিত সাড়া’ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

ছয় আইনপ্রণেতার দলটি মাইক পম্পেওকে লেখা চিঠিতে বলেছে, নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোটারদের দমনের যেসব অভিযোগ উঠেছে, সেসব অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। তাঁরা বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার নেতিবাচক যাত্রায় আমরা গভীরভাবে উদ্বেগ জানাচ্ছি। সেই সঙ্গে বিশেষত নির্বাচনে গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে পররাষ্ট্র দপ্তর কীভাবে এই প্রবণতায় (গণতান্ত্রিক ব্যবস্থার নেতিবাচক যাত্রা) সাড়া দিতে পারে, তা নিয়ে একটি রূপরেখা তৈরির অনুরোধ করছি। ওই সব অভিযোগের কারণে নির্বাচনের ফলাফলে গ্রহণযোগ্যতার ঘাটতি দেখা দিয়েছে।’

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সমর্থন করা মার্কিন স্বার্থেই জরুরি উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগের খবর ওই সব গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য বিরাট হুমকি। আইনপ্রণেতারা আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগ দাবি করেছে, তারা সংসদের মোট আসনের ৯৬ শতাংশে জয়ী হয়েছে। এটি ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে দলটি ও তার জোটের পাওয়া আসনের চেয়েও বেশি। গুরুত্বপূর্ণ একটি বিরোধী দলের বর্জন করা ওই নির্বাচনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি আসনে জিতেছিল।

আইনপ্রণেতারা বলেন, নির্বাচন সামনে রেখে সংঘটিত সহিংসতা, গণগ্রেপ্তার এবং প্রচারণায় মুক্ত মতপ্রকাশের বিরুদ্ধে দমনাভিযান এবং ভোট গ্রহণের দিন ভোটারদের দমন ও নির্বাচনী কারচুপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে হুমকিতে ফেলেছে। এগুলো বিবেচনায় নেওয়া উচিত।

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com