বাংলা৭১নিউজ,ঢাকা: দুর্গম এলাকাসহ দেশের সবকটি জেলাতেই রেলের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন “সোনার বাংলা” এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নতুন এই ট্রেনটি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। প্রতিদিন সকাল সাতটা থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গিয়ে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনটি শুধুমাত্র ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে থামবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খিলগাঁও ইউলুপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে বুলেট ও পাতাল ট্রেনও চলবে।
তিনি বলেন, ‘জাপানের বুলেট ট্রেনের প্রতি আমার খুব আগ্রহ ছিল। যতবার জাপানে গিয়েছি সেখানে বুলেট ট্রেনে উঠতাম। সেদিন বেশি দুরে নয়, আমরা দেশেই এই বুলেট ট্রেন চালু করতে সক্ষম হবো।’
বাংলা৭১নিউজ/এসএইস