বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশ সরকারের কট্টর সমালোচক মইনুল হোসেনকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধীদের ওপর সাম্প্রতিক ক্র্যাকডাউনের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হলো। এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, সরকারপন্থি একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে মন্তব্য করার জের ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তীব্র সমালোচনা করেন। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ও একটি ইংরেজি দৈনিকের প্রকাশক।
বাংলা৭১নিউজ/এসএইচ