বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন হয়ে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় পুলিশের প্রতিনিধি দল ও শিবগঞ্জ থানা পুলিশের প্রতিনিধি নিকট ৮ নারী ও শিশুকে হস্তান্তর করেন। এসময় শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন, উপ-পরিদর্শক রনি কুমার দাস, ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে ৮ নারী ও শিশুকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন জানিয়েছেন- আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। এরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার শাপলা খাতুন, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নুরুন নেসা, জয়পুরহাটের পাচঁবিবির রোজিনা খাতুন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেলিনা বেগম, কুড়িগ্রামের নাকেশ্বরীর জেসমিন খাতুন, ঢাকার গুলশানের খাদিজা খাতুন, খুলনার দৌলপুরের সোহাগী খাতুন ও তার ছোট বোন আগরী খাতুন।
তারা সকলে প্রায় ৫ থেকে ৬ বছর আগে পাচারকারীদের কবলে পড়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় বলে জানিয়েছে পুলিশ।
নৌকার পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ
বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উজিরপুর জলবাজারে মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জামাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজেম আলী, দপ্তর সম্পাদক এস জাহান মুকুল ও পৌর ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সোহেল প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস