মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’ ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাজাতেই মানুষের ঢল ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে বহদ্দারহাটে হচ্ছে চট্টগ্রামের প্রথম আন্ডারপাস চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত গণসংহতির বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় নিহতের সংখ্যা ৩৫৫০০ ছাড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি

বাংলাদেশি ও রোহিঙ্গারা যেতে না চাইলে গুলি করে মারো: বিজেপি এমপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টি রাজা সিং বলেছেন বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমরা ‘ভারতের জন্য বিপজ্জনক এবং তারা নিজে থেকে এই দেশ ত্যাগ না করলে তাদের গুলি করা উচিত’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আসামে ৪০ লাখ মানুষকে ভারতের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত না করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার হায়দ্রাবাদের এই এমপি একথা বলেন।

ভারতের প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি জানায়, রাজা সিং আগেও বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন।

অন্যদিকে, দেশটির কংগ্রেস পার্টি আসামের ৪০ লাখ মানুষের নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করার সমালোচনা করায় বিজেপি প্রধান অমিত শাহ অভিযোগ করেছেন, দলটি অবৈধ বাংলাদেশিদের রক্ষা করতে চায়।

বিজেপি প্রধানের এই মন্তব্যের মধ্যেই রাজা সিং বাংলাদেশি ও রোহিঙ্গাদের সম্পর্কে এমন বক্তব্য দিলেন।

‘আমাদের দেশে বিদেশি রাখাটা কিভাবে ঠিক কাজ হয়? এসব কীটপতঙ্গ আমাদের দেশে রাখার কোনো দরকার নেই’ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর বার্তা সংস্থা এএনআইকে বলেন রাজা সিং।

তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, তাদের যেন বের করে দেয়া হয়। যদি তারা না যেতে চায় তাহলে অন্যান্য দেশে যেমন অবৈধ বিপজ্জনক অনুপ্রবেশকারীদের গুলি করা হয়, ভারতেও যেন ঠিক তেমনই করা হয়। বাংলাদেশি অথবা রোহিঙ্গা যেই হোক, শান্তিপূর্ণভাবে না যেতে চাইলে তাদের সবাইকে গুলি করে মারা দরকার।’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া থেকে ৪০ লাখ লোকের নাম বাদ পড়ার পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কেন্দ্রীয় সরকার মুখে বলছে এখনই ভয় পাওয়ার কিছু নেই, বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা আপিল করার যথেষ্ট সুযোগ পাবেন।

কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো আসামের প্রতিবেশি রাজ্যের অনেকেরই আশঙ্কা যে আসামে অত্যাচারের মুখে পড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হবেন।

পর্যবেক্ষকরাও মনে করছেন, এতো বিপুল সংখ্যক মানুষকে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে রাখা সম্ভব নয়। রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন প্রশ্ন।

বাংলা৭১নিউজ/সূত্র: এনডিটিভি,বিবিসি/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com