বাংলা৭১নিউজ, ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্প এখন রানওয়েতে ছুটে চলেছে, এরপর টেকঅফ করবে। তখন দেশের রূপের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, বাংলাদেশ হবে ‘নেক্সট ডেস্টিনেশন’।
মন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ট্যুরিজম সেক্টরের গুরুত্ব এবং তরুণদের অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, জনসংখ্যার ৬০ শতাংশের বেশি তরুণ প্রজন্মের, অর্থাৎ আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়ে আছি। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সবকিছুর মূলমন্ত্র হবে দেশপ্রেম।
মন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, আমরা আমাদের তারুণ্যকে উৎসর্গ করেছিলাম পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাধীন স্বদেশ নির্মাণের জন্য। এখন তোমাদের দায়িত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। এ দায়িত্ব তোমরা যথাযথভাবে পালন করবে- এই আমার প্রত্যাশা।
বিটিবির সিইও আখতার উজ্জামান খান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাসটেইনেবল ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও কালচারাল ট্যুরিজমের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন। পরে মন্ত্রী অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
বাংলা৭১নিউজ/সিএইস