পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ইউএস ডলারের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। কোভিড-১৯ অতিমারির কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলা ও আর্থিক সহায়তা প্রদানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের উদ্যোগে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি) নামে এ তহবিলটি প্রবর্তিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের উপস্থিতিতে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং সিইসিআরএফপি’র পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব চুক্তিতে স্বাক্ষর করেন।
পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহাব্যবস্থাপক ও হেড অব সিএমএসএমই মো. ফয়সল আহমদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ