রবিবার, ১২ মে ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আরো জনশক্তি নেবে সৌদি আরব সুপারিশের কার্যকারিতা নেই, জল ঘোলা করার চেষ্টা হচ্ছে: মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ চোরাচালানের ৩৪৪ মোবাইল ফোন জব্দ, কারবারি গ্রেপ্তার বাইকারদের বিক্ষোভ মোটরসাইকেল ৩০ কিলোমিটারের ঠেলাগাড়ি নয় বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মির, নিহত ১ পুলিশ মালয়েশিয়ার শ্রমবাজারের ক্ষতি করছে ‘মিডল ম্যান’ চামড়া ব্যবসায়ীদের ঋণ পেতে সুপারিশ করা হবে: শিল্পমন্ত্রী বেনেট-রাজায় জিম্বাবুয়ের বড় জয় ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে’ প্রতিশ্রুত সেবা না দিলে অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ এসএসসি : কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ লিভ টু আপিল খারিজ, জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৩৬ জনের মৃত্যু দাখিলে পাসের হার ৭৯.৬৬, জিপিএ-৫ পেল ১৪২০৬ জন শেষ টি-টোয়েন্টি: টাইগারদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে শিক্ষায় ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে
ভারতের শেষ চারে ওঠার আনন্দ। ছবি: এএফপি

বাংলা৭১নিউজ ডেস্ক:
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার গল্প বলে। এ কারণেই শিরোনামে প্রশ্নবোধক চিহ্ন রেখে দিতে হচ্ছে। না হলে ১২ ওভার হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। আর সে ক্ষেত্রে আগামী ১৫ জুন এজবাস্টনে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে।
গত কিছুদিন ভারত-বাংলাদেশ ম্যাচ উত্তেজনায় পাকিস্তান-ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে। গত বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দুই দলের ম্যাচের উত্তেজনা মাঠের বাইরে বেশি উত্তাপ ঝরিয়েছে। এরই মধ্যে যথেষ্ট চমক দেখিয়ে শেষ চারে উঠে যাওয়া বাংলাদেশ কি আরও কোনো বিস্ময় মুঠোয় পুরে রেখেছে? প্রথমবারের মতো আইসিসির এত বড় আয়োজনের শেষ চারে উঠে বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষুধা যেন আরও বেড়েছে।
এই ম্যাচে ভারতই থাকবে ফেবারিট। চাপটাও তাদের ওপর। বাংলাদেশের হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক কিছু। বাংলাদেশ-ভারত সেমিফাইনাল নিশ্চয়ই রোমাঞ্চ ছড়াবে। যদিও এখনই আনুষ্ঠানিকভাবে বলে দেওয়া যাচ্ছে না সেমিফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে কি না। ক্রিকইনফো অবশ্য আজ তাদের ম্যাচের ধারাভাষ্যে মোটা হরফেই লিখে দিয়েছে: সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
৩৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ১৯১ রান তাড়া করে ফেলেছে কোহলির দল। এ ম্যাচের আগেই রান রেটে সবচেয়ে এগিয়েছিল ভারত। আজ ৭২ বল বাকি রেখে ম্যাচ জেতায় সেটা বেড়েছে আরও (+১.৩৭)। আগামীকাল ভারতকে রানরেটে টপকাতে হলে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাকে প্রায় অবিশ্বাস্য কোনো ব্যবধানে ম্যাচ জিততে হবে।
‘বি’ গ্রুপে রানরেটে ভারতের পরে আছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু মাত্র ২ পয়েন্ট পাওয়ায় কোনোভাবে সেমিফাইনালে যাওয়া হচ্ছে না তাঁদের। আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের বিজয়ীই যাবে সেমিফাইনালে। এমনকি বৃষ্টিতে এই ম্যাচ ভেসে গেলেও দক্ষিণ আফ্রিকার আর সুযোগ নেই। বৃষ্টিতে ভেসে গেলে শ্রীলঙ্কা চলে যাবে সেমিফাইনালে। তখন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
দুই ম্যাচ খেলার পর শ্রীলঙ্কার রানরেট এখন (-০.৮৭৯)। পাকিস্তানের ক্ষেত্রে সেটা আরও বাজে (-১.৫৪৪)। এর মানে কাল যদি ভারতকে টপকাতে চায় শ্রীলঙ্কা, তবে প্রথমে ব্যাট করে ৩০০ রান করার পর পাকিস্তানকে ৮ রানের মধ্যে অলআউট করে দিতে হবে। রান এর চেয়ে কম বেশি হলেও ব্যবধানটা কমপক্ষে ২৯২ রাখতে হবে শ্রীলঙ্কাকে। ফলে এই গ্রুপে শ্রীলঙ্কার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এক রকম নেই বললেই চলে।
পাকিস্তানের ক্ষেত্রেও হিসাবটা প্রায় একই রকম। প্রায় ২৭০ রানের ব্যবধানে জিততে হবে তাদের। তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা।
তাই ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে এটাই প্রায় নিশ্চিত। ফলে অন্য গ্রুপের রানার্স আপ বাংলাদেশের সঙ্গে দেখা হচ্ছে তাদের।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com