বাংলা৭১নিউজ, ডেস্ক: সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে ১০ জঙ্গি। এ ব্যাপারে ঢাকা সতর্ক করেছে নয়াদিল্লিকে। একটি হিন্দি নিউজ চ্যানেলের বরাত দিয়ে এই খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
বাংলাদেশ সরকার জঙ্গিদের তালিকা এবং ছবিও ভারত সরকারের হাতে তুলে দিয়েছে বলে সূত্রের খবর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, ঢাকা থেকে সতর্কবার্তা আসতেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় এবং ত্রিপুরার সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের যে ছবি বাংলাদেশ সরকার ভারতকে দিয়েছে, তাও বিএসএফ-এর হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে বলে খবর।
ঢাকার গুলশনে জঙ্গি হামলার সঙ্গেও এই ১০ জঙ্গির যোগ রয়েছে বলে ঢাকার দাবি। বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন, ভারতে বড়সড় নাশকতা চালানোর লক্ষ্যেই এই ১০ জঙ্গি সীমান্ত পেরনোর চেষ্টা করছে।
বাংলা৭১নিউজ/এম