বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯টি দলই একাদশ সংসদ ভোটে অংশগ্রহণ করছে।
নানা শঙ্কার মধ্যেও ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন। পছন্দের প্রার্থীকে জয়ী করতে শীতের কুয়াশার মধ্যেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন তারা। এদিকে ভোটের আমেজ বজায় রাখতে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এরআগে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্বাচন কমিশন।
শনিবার বিকালেই সবকটি কেন্দ্রে ব্যালেট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারসহ মোট ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন আর নতুন ভোটার রয়েছে ১ কোটি ২৩ লাখ। এদিকে ২৯৯টি আসনের ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন।
বাংলা৭১নিউজ/এসএস