বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠিত হবে আগামী রোববার (৩০ জুন)। এ দিন বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এপিএ সই করা হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।
এপিএ সই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান, এপিএ টিম লিডার ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে, সেই কাজের একটি অঙ্গীকারনামা হচ্ছে এপিএ বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি।
বাংলা৭১নিউজ/এসএইচ