বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভূমি বিষয়ক সকল হয়রানি দূর করার অঙ্গীকার ভূমি মন্ত্রণালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেফতার নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান

বলিউডের খ্যাতনামা আর্ট ডিরেক্টর নিতিন দেশাইয়ের আত্মহত্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

২৫২ কোটি রুপির ঋণ বোঝা নিয়ে করজাতে নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিতিন।

তার নাম জড়িয়ে আছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো দর্শকপ্রিয় সব সিনেমার সঙ্গে। তার কাজ ছিল সিনেমার সেট তৈরি করা। এই কাজে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বি। সেই নিতিন দেশাই এভাবে চলে যাবেন, তা কেউ ভাবেননি। 

মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে করজাতে নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে নিতিন আত্মহত্যা করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। 

তার এই আচমকা চলে যাওয়ার কারণ জানা না গেলেও এমএনএস জেলা সভাপতি জিতেন্দ্র পাটিল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশাল ঋণের ভারে অনেকদিন ধরেই ডুবে ছিলেন নিতিন।

“আর্থিক সমস্যা ছিল। এনডি স্টুডিওতেও শুটিং হচ্ছিল না। বেশিরভাগ শুট বাতিল হচ্ছিল। কে বাতিল করছিল, পরিচালক এবং প্রযোজকদের উপর কোনো চাপ ছিল কিনা, তা তদন্ত করা দরকার।” 

নিতিনের মৃত্যুর পর তার স্টুডিও থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে করজাতের পুলিশ। তবে একটি অডিও ক্লিপ উদ্ধার করার পর তা নিয়েই তদন্ত চলছে বলে জানান তারা। 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা সকাল সাড়ে নয়টার দিকে তত্ত্বাবধায়কের কাছ থেকে কল পেয়েছি। তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ফরেনসিক দল তদন্ত করছে। তবে জিজ্ঞাসাবাদ এখনও শুরু হয়নি। আমরা ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাইনি। পেয়েছি একটা অডিও রেকর্ডিং। ফরেনসিক টিম সেটি নিয়েই কাজ করছে।”

নিতিনের ঘনিষ্ঠ বন্ধু বিজেপি নেতা বিনোদ তাওরের বরাতে আনন্দবাজার বলেছে, তার মাথায় ছিল ২৫২ কোটি রুপি ঋণের বোঝা। বন্ধক দেওয়া ছিল তার এনডি স্টুডিও। 

তিনি নিতিনের চলে যাওয়ার প্রসঙ্গে বলেন, “আমি মাঝে মধ্যেই কথা বলতাম, তাকে বোঝাতাম। আমি তাকে অমিতাভ বচ্চনের উদাহরণ দিতাম। বলতাম কীভাবে উনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। তাকে এও বলেছি, যদি তোমার স্টুডিও লোনে ডুবে থাকে, তা হলে নতুন করে শুরু করো।” 

মূলত মারাঠি ও হিন্দি সিনেমাতে কাজ করতেন নিতিন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘প্রেম রতন ধন পায়ো’ ইত্যাদি সিনেমায়। 

নিতিনের করা সেরা কাজের মধ্যে ‘সালাম বম্বে’, ‘আকেলে তুম আকেলে হাম’ অন্যতম। 

প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন নিতিন। আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি। 

গুণী এই শিল্পী তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com