বাংলা৭১নিউজ, ডেস্ক: ব্যাটিংয়ে অনুজ্জ্বল সাকিব আল হাসান বোলিং পাননি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ব্যাটিং ব্যর্থতার দিনে ভালো করেনি কলকাতা নাইট রাইডার্সও। লড়াইয়ের পুঁজি গড়তে না পারা দলটি গুজরাট লায়ন্সের কাছে হেরেছে ৬ উইকেটে।
বৃহস্পতিবার কানপুরের গ্রিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৪ রান করে কলকাতা। দুইবার জীবন পাওয়া অধিনায়ক গৌতম গম্ভির চতুর্থ ওভারে রান আউট হয়ে ফিরে যান। এরপর থেকে নিয়মিত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি কলকাতা।
রানের জন্য লড়াই করতে হয়েছে কলকাতা ব্যাটসম্যানদের। ইউসুফ পাঠান (৩৬), রবিন উথাপ্পা (২৫) চেষ্টা করলেও দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেননি।
দশম ওভারে সাকিব যখন ক্রিজে আসেন তখন দলের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। মুখোমুখি হওয়া প্রথম চার বলে কোনো রান করতে পারেননি এই তারকা অলরাউন্ডার।
আঁটসাঁট বোলিং করা ডোয়াইন স্মিথের বাউন্সারে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দেন সাকিব (৮ বলে ৩)।
৮ রানে ৪ উইকেট নিয়ে গুজরাটের সেরা বোলার স্মিথ। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
জবাবে অধিনায়ক সুরেশ রায়না ঝড়ো অর্ধশতকে ১৩ ওভার ৩ বলে ৪ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।
প্রথম বলেই স্মিথকে হারানো গুজরাটের এক সময়ে সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৮ রান। সে সময় নাটকীয়তার সম্ভাবনা তৈরি হলেই রায়না ঝড়ে তা উড়ে যেতে বেশি সময় লাগেনি।
৩৯ বল হাতে রেখে দলকে জয় এনে দেওয়ার সময় ৩৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন রায়না। অ্যারন ফিঞ্চ খেলেন ২৬ রানের আরেকটি কার্যকর ইনিংস।
পেস সহায়ক উইকেটে বাঁহাতি স্পিনার সাকিবকে বোলিংয়ে আনেননি গম্ভির। বল দেননি লেগ স্পিনার পিযুষ চাওলাকেও।
বাংলা৭১নিউজ/সি এইস