বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধি: বরিশালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ও মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, সিনিয়র চিফ পেটি অফিসার এম শাহাজামালের নেতৃত্বে কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে বসে এমএল হায়াৎ এন্টারপ্রাইজ নামের একটি লঞ্চে অভিযান চালানো হয়।
এ সময় ওই লঞ্চের মধ্যে থাকা আমের ঝুড়ির মধ্যে ১০ লিটার মদ ও ১১০ পিস ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলা৭১নিউজ/এম ইউ