বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে আজ একটি ম্যাচ। দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। সন্ধ্যা ৫.৪৫টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।
পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে খুলনা টাইটান্স। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয় স্থানে। অন্যদিকে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বরিশাল। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা রয়েছে চতুর্থ স্থানে।
আজ যদি বরিশাল জয় পায় তাহলে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসতে পারবে। আর খুলনা জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।
তার আগে চলুন দেখে নেওয়া যাক বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ সম্পর্কে।
বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ :
১. দিলশান মুনাবেরা
২. জিভান মেন্ডিস
৩. শাহরিয়ার নাফীস
৪. মুশফিকুর রহিম
৫. নাদিফ চৌধুরী
৬. থিসারা পেরেরা
৭. রায়াদ এমরিট
৮. আবু হায়দার রনি
৯. কামরুল ইসলাম রাব্বি
১০. তাইজুল ইসলাম
১১. আল-আমিন হোসেন।
খুলনা টাইটান্সের সম্ভব্য একাদশ :
১. আন্দ্রে ফ্লেচার
২. হাসানুজ্জামান
৩. শুভাগত হোম
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. নিকোলাস পুরান
৬. তাইবুর রহমান
৭. কেভিন কুপার
৮. জুনায়েদ খান
৯. শফিউল ইসলাম
১০. মোশাররফ হোসেন
১১. আরিফুল হক।
বাংলা৭১নিউজ/এম