বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

বরগুনায় বিদ্যুৎ চুরির মহোৎসব

বরগুনা প্রতিনিধি
  • আপলোড সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

জনবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের কার্যক্রম। এ সুযোগে বিদ্যুৎ চুরির মহোৎসবে মেতেছে অসাধু গ্রাহকরা। পাঁচ বছরে ৮০ জন গ্রাহকের নামে সোয়া কোটি টাকার বিদ্যুৎ চুরির মামলা করলেও মিলছে না পরিত্রাণ।

জনবল বাড়ানোর পাশাপাশি প্রিপেইড মিটার চালু করলে চুরির পরিমাণ কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অবৈধ পন্থায় নিয়েছেন বিদ্যুৎ সংযোগ। অসৎ উদ্দেশ্যে ভেঙেছেন মিটারের সিল, যা ধরা পড়েছে বিদ্যুৎ আদালতের বিচারকের মোবাইল কোর্টে। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দের পাশাপাশি দুটি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর সেই মামলা থেকে বাঁচতে বিচারকের কাছে বারবার ক্ষমা চান বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক শিকদার।

অন্যদিকে মিটার থেকে বাইপাস সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে মুরগির খামারে বিদ্যুৎ ব্যবহার করতেন পিটিআই এলাকার সুমন হাওলাদার। হাতেনাতে ধরার পর তাকে গ্রেফতারের আদেশ দিয়েছে মোবাইল কোর্ট। বরগুনায় নানা কৌশলে এভাবেই চলছে বিদ্যুৎ চুরির হিড়িক।

জেলায় গত পাঁচ বছরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওজোপাডিকো এর প্রায় ৪ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি ধরা পড়েছে। যার জন্য অসাধু ৮০ গ্রাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে প্রায় সোয়া কোটি টাকার। জনবল বৃদ্ধির পাশাপাশি প্রিপেইড মিটার চালু করা গেলে গ্রাহক সেবা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ চুরি অনেকটাই কমানো সম্ভব বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

বরগুনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অতীত বিশ্বাস বলেন, যদি প্রিপেইড মিটার স্থাপন করা হয় তাহলে বিদ্যুৎ চুরি হ্রাস পাবে এবং গ্রাহক বৃদ্ধি পাবে।    

বরগুনায় বর্তমানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক প্রায় ১৬ হাজার। এখানে ৪৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৮ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com