সৌদি প্রো লিগের শিরোপা জয় হয়তো সম্ভব নয় এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। প্রো লিগে ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট আল হিলালের। শুক্রবার রাতে দামাক ক্লাবকে হারানোর পর আল নাসরের ২৭ ম্যাচে পয়েন্ট ৬৫।
দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১২। এই ব্যবধান আপাতত ঘোচানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পক্ষে।
তবে শুক্রবার দামাকের সঙ্গে ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিলো আল নাসর। ম্যাচের শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে গিয়ে (৯০+১ মিনিট) আয়েমেরিক লাপোর্তে গোল করে আল নাসরকে ১-০ গোলে জয় এনে দেন।
এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের দুই ম্যাচেই টানা দুটি হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে দামাকের বিপক্ষে ম্যাচে ৬৫ তম মিনিটে মাঠে নামেন সিআর সেভেন, মাসারি আল নেমারের পরিবর্তে।
বাংলা৭১নিউজ/এসএইচ