ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মৃত্যুর চার বছর পর কবর থেকে মো. শিবলু প্যাদা নামের এক তরুণের কঙ্কাল চুরি অভিযোগ উঠেছে। উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমী গ্রামে স্থানীয় কবরস্থান এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিহত শিবলুর মা খাদিজা বেগম থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৪ বছর আগে নদীতে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শিবলু প্যাদা নিহত হন। বাড়ির সংলগ্ন কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে সেই কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে তারা কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, ‘কঙ্কাল চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। সত্যতা পেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলা৭১নিউজ/পিকে